Popular Posts

Blogger templates

Blogger news

Blogroll

About

Blog Archive

Search This Blog

Powered by Blogger.
Tuesday, August 20, 2019
 রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করতে চাইলে যে সব বিষয় বিবেচনা করতে হবে , তার সংক্ষিপ্ত বিবরণঃ
১) রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগে রাখাইন প্রদেশের স্থানীয় রাখাইন জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচারপ্রচারণা চালাতে হবে যাতে পুনরায় তারা রাখাইনের মুসলমানদের অত্যাচার না করেন ৷ এবং এ ধরনের ইতিবাচক মনোভাব তৈরির জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনসাধারণের সমন্বয়ে জনসভা করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে ৷
২) রোহিঙ্গা জনসাধারণ যাতে সকল প্রকার নাগরিক সুবিধা যেমন শিক্ষাগ্রহণের সমঅধিকার, সরকারি চাকরি পাবার সমঅধিকার, স্বাস্থ্যসেবা পাবার সমঅধিকার ও আইনের আশ্রয় লাভের সমঅধিকার পেতে পারে সেজন্য বিশেষ নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে ৷
৩) পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে
সরকারি চাকরিতে তাদের জন্য আলাদা কোটার ব্যবস্থা করতে হবে ৷
৪) রোহিঙ্গা জনগোষ্ঠীর ভালোমন্দ দেখভাল করার জন্য রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে জাতিসংঘের উপযুক্ত কমিশন চালু করতে হবে ৷
৫) তাদেরকে তাদের পূর্বের বসত বাড়িতেই ফেরত পাঠাতে হবে ৷বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআরকে সে বিষয়ে নিশ্চিত করতে হবে ৷
৬) তাদের ব্যবসাবাণিজ্য ফেরত দিতে হবে এবং যারা ব্যবসা বাণিজ্য হারিয়েছেন তাদের প্রমাণ সাপেক্ষে তাদের ক্ষতিপূরণ দিতে হবে ৷
৭) ভবিষ্যতে অতীতের মতো অমানবিক ও নৃশংস ঘটনার যাতে পূনরাবৃত্তি না ঘটে মিয়ানমার সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে ৷
এ সব বিষয় পরিপালন করার পরই কেবল রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয় বিবেচনা করলে ভালো হবে ৷ অন্যতায় কেবল প্রত্যাবাসনের নামে জঠিলতাই বাড়বে ৷ আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো ভাববেন ৷ ধন্যবাদ সকলকে ৷৷
.
লেখক-আখতারুল আলম,প্রাবন্ধিক,গবেষক।

0 comments:

 The Exciting World of Dog Shows: Unveiling the Beauty Dog shows are more than just a gathering of canines; they're a celebration of bre...